বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির বলেছেন, সমাজের সব ধরনের মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। তাই একজন আইনজীবী হিসেবে নিরপেক্ষ থেকে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা আহবান জানিয়েছেন তিনি। রোববার শহরের পার্কভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সাধারণ সভায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি একথা বলেন।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইমামুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট আব্দুল লতিফ, রুহনি বালুজ, হাবিব কায়সার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট ওজিউর রহমান।
প্রধান অতিথি আরও বলেন, এখন আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়েছে। যারা সত্যকে সত্য বলতে পারেনা মিথ্যাকে মিথ্যা বলতে পারে না। এ কারণে সাধারণ মানুষ আইনজীবীদের কাছে এসে অনেক সময় বঞ্চিত হয়। একজন আইনজীবীর ভিতরে স্বাধীন সত্তা না থাকার কারনেই এ সমস্যাটা হয়। তাই একজন আইনজীবীকে সব সময় ন্যায় ও সততার মাধ্যমে কাজ করা আহবান জানিয়েছেন তিনি।
শিরোনাম:
- মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
- বাঘারপাড়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ
- ঝিকরগাছায় হামলার শিকার দুই ছাত্রদল নেতা
- দুর্গোৎসবে নিরাপত্তায় কাজ করবে বিএনপি : অমিত
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি : নিয়মিত বাজার মনিটরিং দাবি বাগআঁচড়াবাসীর
- আশাশুনিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন
- খুলনা বিভাগীয় কারাতে প্রশিক্ষণ সেমিনার
- বিশ্বনবীকে নিয়ে কটুক্তি : শার্শায় বিক্ষোভ