চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের বাসিন্দা। বুধবার এ ঘটনায় অভিযুক্ত মিজানুরকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ।
জানা গেছে, এদিন বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। বেলা তিনটার দিকে প্রতিবেশী মিজানুর জোর করে শিশুটিকে ডেকে নিয়ে যায় তার বাড়ি। এরপর তার লালসার শিকার করে শিশুটিকে।
ভুক্তভোগী শিশুর ফুফু জানান, বিকেল ৪ টার দিকে বাড়ির উঠানে শিশুটিকে দাঁড়িয়ে কাঁদতে দেখে কিছু জিজ্ঞাসা করার আগেই তার পায়ে রক্ত দেখে ঘরে নিয়ে যায় শিশুটির মা ও ফুফু। পরে দ্রুত তাকে চৌগাছা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ইওসিতে পাঠানো হয় শিশুটিকে। কিন্তু প্রচুর ব্লিডিং হওয়ায় সেখান থেকে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রেফার্ড করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।