ঝিকরগাছা সংবাদদাতা
ওয়াকাথন, মুক্তআড্ডা, বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষে সকালে ঝিকরগাছা উপজেলা চত্বর থেকে ওয়াকাথন বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে রেলস্টেশন বাজার প্রদক্ষিণ করে কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকাথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিগণ।
শিরোনাম:
- জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছিল : অনিন্দ্য ইসলাম অমিত
- লেখক ভট্টাচার্যের মনে করে জামায়াত নেতার মাছ লুট
- ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ‘তালবাহানা’ চলছে
- যোগদানের ১০ দিনের মাথায় ফের ওএসডি চেয়ারম্যান কামাল হাসান
- যশোর পৌরসভা : বাড়ির মালিকদের গুণতে হবে সাবমার্সিবল বিল
- যশোর পৌরসভার ড্রেন পরিস্কারে ১৬ লাখ টাকা খরচ
- ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর ‘হামলার’ প্রতিবাদে যশোরে মশাল মিছিল
- যশোর পৌর এলাকায় জামায়াতের কম্বল বিতরণ