বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রোববার পর্যন্ত ২৫০জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রিও মজুদ আছে। এছাড়াও বেনাপোল বন্দরে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ যশোর জেলা উন্নয়ন সমন্বয় সভায় একথা জানানো হয়।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন, জেলায় এ পর্যন্ত প্রায় ২৫০ আক্রান্ত হয়েছে এবং বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রিও মজুদ আছে। এছাড়াও বেনাপোল বন্দরে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সভা থেকে জেলায় নির্মাণাধীন মডেল মসজিদগুলোর দ্রুত নির্মাণে অগ্রাধিকার দিতে ইউএনওদের প্রতি আহবান জানানো হয়। সভা থেকে সরকারের সংস্কার কাজে গুরুত¦ দেয়ার জন্যেও সকলের প্রতি আহবান জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি রফিকুল হাসান, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন আর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
##
শিরোনাম:
- মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ
- বাঘারপাড়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ
- ঝিকরগাছায় হামলার শিকার দুই ছাত্রদল নেতা
- দুর্গোৎসবে নিরাপত্তায় কাজ করবে বিএনপি : অমিত
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি : নিয়মিত বাজার মনিটরিং দাবি বাগআঁচড়াবাসীর
- আশাশুনিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন
- খুলনা বিভাগীয় কারাতে প্রশিক্ষণ সেমিনার
- বিশ্বনবীকে নিয়ে কটুক্তি : শার্শায় বিক্ষোভ