বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দলু খালেক বলেছেন, দারিদ্রতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। যাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জনের সর্বোত্তমপন্থা। নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত। তবে বাংলাদেশের মুসলমানদের অনেকে যাকাত দিলেও তা শরীয়াহ সম্মতভাবে হয় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। যে রাষ্ট্রের মানুষের মধ্যে ধনী-দরিদ্রের ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেল জামায়াতে ইসলামী যশোর জেলার উদ্যোগে শহরের পৌর কমিউনিটি সেন্টারে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সম্মানে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা জামায়াতের আমীর আধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে ইফতার মহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাকপক আব্দুল রশীদ, অ্যাডভোকেট গাাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা, ভিপি আব্দুল কাদের প্রমুখ। ইফতার মাহফিল ও আলোচনা সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর।


প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক আরও বলেন, আল্লাহ ধনীদের সম্পদের ওপর দরিদ্রদের অধিকার দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাপনা কার্যকর না থাকায় জামায়াতে ইসলামী প্রাতিষ্ঠানিকভাবে যাকাত আদায় ও বিতরণের ব্যবস্থা গ্রহণ করেছে। সকল সামর্থবান ব্যক্তিকে জামায়াতের এই কার্যক্রমে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা যাকাতের সঠিক বণ্টন, রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version