পাটকেলঘাটা সংবাদদাতা

পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টাকারী অমৃতা ঘোষ (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে ১৮ জুন বিষপান করে সে। অমৃতা ঘোষ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকার কার্তিক ঘোষের মেয়ে ও মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গত ১৮ জুন পারিবারিক কলহের জেরে বিষপান করে ওই স্কুল ছাত্রী। ওই সময় তার স্বজনরা পাটকেলঘাটার বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যায়। ২৩ জুন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তকে পুনরায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্তায় রাতেই মৃত্যু হয় তার।

পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার অনিল মুখার্জী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version