বাংলার ভোর প্রতিবেদক

বিপ্লবী রাজনীতিক, লেখক, প্রগতিশীল চিন্তক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উন্মোচন করা স্মারক গ্রন্থের।

শনিবার বিকেলে শহরের রেল রোডস্থ অনুশীলন পাঠাগারে মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদ যশোরের উদ্যোগে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘স্মৃতিতে অম্লান’  উন্মোচন করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ।

স্মৃতি পরিষদের আহবায়ক শামীম বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব শ্যামল শর্মার সঞ্চালনায় শুরুতে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনার অনুষ্ঠিত হয়।

এ উপস্থিত উপস্থিত ছিলেন বাম নেতা খবির শিকদার, স্মৃতি পরিষদের সদস্য গাজী আব্দুল ওদুদ, কামাল উদ্দিন রানা, কার্তিক বিশ্বাস, নাজিম উদ্দিন, তপন রায়, মানিক সাহা, সুমন রায়, রমেন বিশ্বাস, শাহারিয়ার বাঁধন, সুমাইয়া শিকদার ইলাসহ  যশোরের সুশীল- সামজিক ও বাম ধারার রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এ সময় তারা মরহুম মোস্তাফিজুর রহমান কাবুলের জীবনী তুলে ধরে আলোচনা করেন।

মোস্তাফিজুর রহমান কাবুল ২০২০ সালের ৩১ মে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন। একাধারে তিনি লেখক ও প্রগতিশীল সমাজচিন্তক হিসেবেও তাঁর কর্মের স্বাক্ষর রেখেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version