বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহত ও তার ভাই সজিব আহতের ঘটনায় মুসা নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার দুপুরে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক মুসা শহরের শংকরপুর চাতালের মোড়ের হাফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুর নুরনবীর বস্তি এলাকায় শিশু খাদিজা ও তার ভাই সজিব বাসার পাশের একটি পরিত্যক্ত জায়গায় খেলার সময় লাল রঙের বলসদৃশ্য বস্তু পায়। মূলত সেটি ছিলো একটি ককটেল। খেলতে খেলতে তারা সেটি ঘরে নিয়ে এলে বস্তুটি বিস্ফোরিত হয়।

এতে উভয় শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে খাদিজা মারা যায়। এ ঘটনায় নিহত শিশুটির মা সুমি খাতুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে উঠে আসে ওই ককটেল সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এবং সেটির মালিক ছিলেন মুসা। এরপর র‌্যাব মুসাকে ধরতে অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে রেলস্টেশন বাজার এলাকা থেকে মুসাকে আটক করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাকে খাদিজা হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version