বাংলার ভোর প্রতিবেদক
তীব্র গরমে কষ্টে থাকা যশোরের গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে সুপেয় খাবার পানির ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলার নেতা-কর্মীরা।
রোববার দুপুরে গাড়িখানা রোডে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ নগরীর মানুষের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এ বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
এ সময় রবিউল ইসলাম বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না।
রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে স্বেচ্ছাসেবক দল।
তিনি বলেন, পথচারী, রিকশাচালক, সিএনজিচালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছি। তাপপ্রবাহ চলমান থাকলে এ উদ্যোগ অব্যাহত থাকবে।
যশোর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, কমিটির যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা, মাহমুদ হাসান চুন্নু, শামীম রেজা অর্পণ, আসলাম শেখ, শামীম আকতার (দফতরের দায়িত্বে), সোহানুর রহমান শামীম, হাসান আহমেদ, শফিকুল ইসলাম জয় প্রমুখ।