বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার এসোসিয়েশনের উদ্যোগে এডভান্স স্কিল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে জয়তী সোসাইটি মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটর নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।
প্রশিক্ষক ছিলেন কসমেটোলজিস্ট একেএস অনিমেথ। জেলা উইমেন্স বিউটি পার্লার এসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে বক্তৃতা করেন এসোসিয়েশনের অর্থসম্পাদক শায়লা আক্তার ইতি, সাতক্ষিরা জেলা উইমেন্স বিউটি পার্লার এসোসিয়েশনের সভাপতি শাহিদা রিক্তা, জেলা সদস্য সালমা আক্তার মিমি। অনুষ্ঠান পরিচজালনা করেন মাসুদা সুলতানা স্বপ্না।
এই প্রশিক্ষণে খুলনা ও কুষ্টিয়া জেলার মোট ৭০ জন বিউটি এক্সপার্ট প্রশিক্ষণ অংশগ্রহণ করে।