বাংলার ভোর প্রতিবেদক
ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন অনুমোদিত যশোর হার্ট ফাউণ্ডেশনের উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা হয়েছে। যশোরসহ এ অঞ্চলের মানুষের উন্নত হৃদরোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
যশোর হার্ট ফাউণ্ডেশনের সার্বিক অগ্রগতি অবগত করাসহ পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর হার্ট ফাউণ্ডেশনের সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এণ্ড রিসার্চ ইনস্টিটিউটের উপদেষ্টা (সাবেক সিইও) বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার এম এ রশিদ।
সভা সঞ্চালনা করেন যশোর হার্ট ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন শিম্বা।
উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসেস’র প্রাক্তন সিনিয়র ফেলো কারডিও থোরাসিক সার্জন ডা. সাইফুদ্দিন কিচলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তুজা ছোট, যশোর হার্ট ফাউণ্ডেশনের সহ সভাপতি চিন্ময় সাহা, ভোরের সাথীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্, প্রজন্ম একাত্তর এর সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু, দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট তৌহিদুল ইসলাম, যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সিনিয়র সাংবাদিক রিমন খান, তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, বিএম আসাদ, প্রণব দাসসহ যশোর হার্ট ফাউণ্ডেশনের সদস্যরা।
শিরোনাম:
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এস. এম. জাকির হোসেন
- কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ জনকে সাময়িক বহিস্কার
- ভারতে লন্ডনগামী যাত্রীবাহী বিমান বিধ্বস্ত : বহু প্রাণহানির আশঙ্কা
- ‘কবিতা মানুষের মনের দরজা খুলে দিতে পারে’
- চৌগাছায় শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার
- বেতনা এক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
- বাঘারপাড়ায় পেট্রোল কেনাকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে জখম
- রুতবা ইয়াসমিন প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে পা রাখতে যাচ্ছেন