-প্রেস বিজ্ঞপ্তি
মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, অশ্লীল ছবি ও বেহায়াপনা প্রদর্শন বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনেরআমিরের স্বাক্ষরিত স্মারকলিপি যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল), জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জেলা সেক্রেটারি আলী সরদার, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না।