শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের বেড়িবাঁধ ও নদী ভাঙ্গন রক্ষার্থে শতাধিক মানুষ স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, বরাবর সহ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তিনি উক্ত বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশারফ হোসেনকে নির্দেশ দেয়ার পর তিনি তদন্ত প্রতিবেদন ভূমি কর্তার অফিসে পাঠিয়েছেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাইনটি পাইপে পানি উঠা নামার কারণে অধিকাংশ বেড়িবাঁধে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক কারণে জোয়ারের পানি ও অস্বাভাবিকভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে নাইনটি পাইপ অপসারণের নির্দেশ দেয়া হলেও নদী ভাঙ্গন এলাকায় নাইনটি পাইপ দ্বারা পানি উঠানামা অব্যাহত রয়েছে। এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
শিরোনাম:
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ, ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন
- বাঁচলো না উদ্ধার হওয়া মেছোবাঘটি
- বড় ভাইয়ের হাতে প্রাণ গেল শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই’র
- প্রেসক্লাব যশোরের ইফতার মাহফিল
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ
- দ্যোতনা সাহিত্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল
- জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
- গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন