বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলের চোরাচালানের গডফাদার ১৫ মামলার আসামি চোরাকারবারী যশোর সীমান্তের মাদক সম্রাট, বহুল আলোচিত বাদশাকে (৫৭) অবশেষে গ্রেপ্তার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। গত বুধবার সন্ধ্যায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের বিভিন্ন কোদলারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা মল্লিক ওরেফে বাদশা মিয়া বেনাপোল সীমান্তের বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি গণমাধ্যমকে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। এসময় বাদশা মিয়াকে রঘুনাথপুর সীমান্ত এলাকা কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কুখ্যাত বাদশা মিয়া দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা,স্বর্ণ চোরাকারবারি,মাদক, হুন্ডি ও ধুর পাচারকারীসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত।

এদিকে বাদশা মল্লিককে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বেরিয়ে আসছে নানান তথ্য । মাদক সম্রাট বাদশার বিরুদ্ধে সোনা-অস্ত্র-ফেন্সি-গাঁজা-হুন্ডি পাচার ও মাদকের ব্যবসা করে বাদশা হয়ে যায় আন্তঃদেশীয় মাদকপাচারকারীদের সর্দার।

উল্লেখ্য, বেনাপোলের সীমান্ত এলাকার কুখ্যাত মাদক সম্রাট বাদশার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version