বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন অবিলম্বে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন যশোরে কর্মরত সাংবাদিকবৃন্দ। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই দাবি জানান। একই সাথে যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কোন ধরনের নোটিশ ছাড়াই বিশেষ মহলের ইন্ধনে সরকার একটি গণমাধ্যমকে বন্ধ করে দিতে পারে না। কিন্তু যায়যায়দিনের ক্ষেত্রে তাই-ই করা হয়েছে। যা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। শুধু তাই নয়, চলমান রমজান ও ঈদের ঠিক আগমুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ায় সাত শতাধিক সংবাদকর্মীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই কোন গড়িমসি না করে দ্রুত যায়যায়দিন’র ডিক্লারেশন ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝণ্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়শন যশোরের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিএফইউজে নির্বাহী সদস্য শাহাবুদ্দিন আলম, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন যশোরের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মিলন।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, ‘দীর্ঘদিন ধরেই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও সংবাদপত্র ও সংবাদকর্মীদের জীবিকা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।
উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ঢাকা জেলা প্রশাসক, দখলদার শফিক রেহমান ও বিশেষ শিল্পগোষ্ঠেীর স্বার্থ রক্ষায় অনৈতিকভাবে দৈনিক যায়যায়দিন‘র ডিক্লারেশন বাতিল করেছে। কোন ধরণের নোটিশ ছাড়া পত্রিকা বন্ধ করে সারাদেশের শত শত সংবাদকর্মীর জীবিকা হুমকির মুখে ফেলা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত দৈনিক যায়যায়দিন’র ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

