চৌগাছা সংবাদদাতা
চৌগাছা উপজেলার মুক্তারপুর অর্পণ দর্পণ ফাউণ্ডেশনের নিজ কার্যালয়ে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি ২০২৫  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাধারণ ও কারিগরি শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে পাশাপোল, ধুলিয়ানী ও সিংহঝুলি ইউনিয়নের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক শরিফুল আলম ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন গরীবপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম।

৮ম শ্রেণির ২৫ জনকে এককালীন ২ হাজার টাকা, ৭ম শ্রেণির ২০ জনকে ১ হাজার ৮ শত টাকা, ৬ষ্ঠ শ্রেণির ১৫ জনকে ১ হাজার ৫ শত টাকা, ৫ম শ্রেণির ১৫ জনকে ১২ শত টাকা করে সর্বমোট ৭৫ জনকে বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বাংলার ভোর সংবাদদাতা আবদুল কাদেরকে অবহিত করেন।

পরীক্ষা কেন্দ্রে উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা গোলাম মোরশেদ। সার্বিক নিরাপত্তায় দশপাখিয়া ফাঁড়ির পুলিশ বোরহান উদ্দিনের নেতৃত্বে  সংগীয় ফোর্স নিয়ে অবস্থান করে। এছাড়া পরীক্ষা চলাকালে গরীবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দীন, ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মমিনুর রহমান, সিংহঝুলি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ওয়াজেদ আলী, পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আনারুল ইকবাল, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শাহাজাদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান, খলশি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সোহরাব হোসেন, বাড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে অংশগ্রহণ কারি সকল শিক্ষার্থীদের মাঝে নাস্তা ও কলম বিতরণ করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version