বাংলার ভোর প্রতিবেদক
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় আলাদা ৪টি অভিযান চালিয়ে সাড়ে চারশতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে দৌলতপুর গ্রামের আলতাফ হোসেনের (৫০) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে খড়ের গাদার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্যমতে ভোর সাড়ে ৪টার দিকে একই গ্রামের আরিফ হোসেন (৩৫), শফিকুর রহমান ডালিমের (৩৪) বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তাকে আটক করে ডালিমের বাড়ির চাল রাখার ড্রামের ভেতর তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর তাদের দেয়া তথ্য মতে একই গ্রামের আরিফুর রহমানের (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল এবং নয়ন হোসেনের (২৬) বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার ও আটক করা হয়। মোট ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এইসব ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আলাদা মামলা হয়েছে।

Share.
Exit mobile version