বাংলার ভোর প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক ও মহাসড়কে জনসাধারণের যাতাযাত নিরাপদ নির্বিঘ্ন করার লক্ষ্যে যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে এ সভা করা হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, কিছু মানুষের স্বার্থের জন্য যশোরের ৩১ লক্ষ্য মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। সড়কে মানুষের নিরাপত্তার জন্য আমরা সরকারের হয়ে কাজ করবো। মানুষকে সেবা দিয়ে লাভবান হন। সেবা না দিয়ে ব্যবসা করেন না। এছাড়া, যানবাহনে নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা দিতে হবে। গাড়িতে জরুরি যোগাযোগের নম্বর রাখতে হবে। নওয়াপাড়া ও বেনাপোলে ওয়েট স্কেল দ্রুত চালু করা হবে।’

সভায় ঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন ও ওভার লোড পরিহার, সড়কের পাশে অস্থায়ী দোকান উচ্ছেদ, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার নূরে-ই-আলম সিদ্দিকী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসিম খান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমীর গোলাম রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বর অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্র্রিটের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান প্রমুখ। সভা পরিচালনা করেন বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন।

সভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শহরে বেশ কিছু স্পট রয়েছে। যেখানে অপরাধ সংগঠিত হয়। পুলিশ প্রশাসনের উচিৎ এই সব জায়গায় নজরদারি বাড়ানো। এছাড়া, ছিনতাই, মলমপার্টি রোধে সচেতন হতে হবে। যানবাহনের শ্রমিকদের ডিউটি নির্দিষ্ট করতে হবে। মালিক পক্ষ যেন বাড়তি সময় ডিউটি না করায় এই সব শ্রমিকদের দিয়ে। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে যেন চালকরা মাদকে জড়িয়ে না পড়ে। তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, শহরের ভিতরে গাড়ির ওভারলোড ও ওভারস্পিডের বিষয়টা পুলিশ প্রশাসন নজরদারি করবে। রাত ১১ টার আগে শহরে ভারি যান প্রবেশ করতে দেয়া হবে না। টিনএজারদের গাড়ির অতিরিক্ত গতি ও বিকট শব্দের বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। ইতিমধ্যে ছিনতাই ও মলমপার্টির বিষয়ে পুলিশ কাজ করছে।

Share.
Exit mobile version