বিবি প্রতিবেদক
পৌষের শীতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নেয়া রোগীরা। তাদের শীত নিবারণের লক্ষ্যে শনিবার মধ্যরাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি শীতার্তদের শীত নিবারণের জন্য গায়ে কম্বল জড়িয়ে দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারসহ জেলা প্রশাসন যশোরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version