কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে ‘হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ শীর্ষক এক বিউটিফিকেশন প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে রোববার দুপুরে পরিষদের অডিটোরিয়ামে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ সমাজসেবা কার্ষালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের। এ কর্মশালার মাধ্যমে কারীগঞ্জের ১৫ জন হিজড়াকে ১৫ দিনের বিউটিফিকেশন প্রশিক্ষন দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে।

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সমাজসেবা অফিসের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল আলম, রেজিস্ট্রেশন অফিসার মোাহাম্মদ হাসানুজ্জামান, কর্মশালার প্রশিক্ষক বিউটিশিয়ান শাহিদা আক্তার ও বাধন।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, সমাজের অবহেলিত হিজড়া জনগোষ্ঠির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি হিজড়াদের বিভিন্ন কাজে দক্ষ করে তুলতেই নানান কর্মসূচির মধ্যে তাদেরকে বিউটিশিয়ান প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন। হিজড়ারা হাতের কাজ শিখে নিজেরাই আত্মনির্ভরশীল হতে পারবে। উল্লেখ্য, ওই ১৫ দিনের ওই প্রশিক্ষণ ছাড়াও হিজড়াদের অতিরিক্ত আরো ৬ দিনের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান আয়োজকবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version