কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারণ সম্পাদক পদে ঠান্ডু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোক বিশ^াস পান ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার সম্পাদক পদে জুয়েল হাওলাদার, দপ্তর সম্পাদক পদে আশিশ চক্রবর্তী উজ্জল, কার্য-নির্বাহী সদস্য পদে শাহাবুদ্দিন ও আব্দুল আলিম।
ইউনিয়নের মোট ভোটার ১২২ জন। মঙ্গলবারের ভোটে ১৮ জন শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১২ সালে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নামে রেজিস্ট্রেশন করা হয়। ইউনিয়নের এটি প্রথম উৎসবমুখর ভোট। ভোট দিতে পেরে শ্রমিকরা আনন্দিত।
শিরোনাম:
- ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যশোর
- যশোর সনাকের উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন
- কালিগঞ্জে ফুটবল প্রতীকের জনসভা অনুষ্ঠিত
- জেসিএফ প্রতিষ্ঠাতা আরজুর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
- হিজড়া গোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- গণভোট সফল করতে যশোরে ইমাম সম্মেলন
- স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা জামিন পেয়েছেন
- তালায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান হাবিবের

