কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে আল আমিন মডেল একাডেমির ২০২৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ওই বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল আমিন মডেল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ সুমন কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্যনাথ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আশীষ আঢ্য। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী ৫৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে অনুষ্ঠানের অতিথিরা শিক্ষা উপকরণ তুলে দেন।

Share.
Exit mobile version