বাংলার ভোর প্রতিবেদক
ক্যান্সার রোগীদের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে দর্শনের বিনিময়ে ব্যাণ্ড সংগীতানুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে ইহ্যাভ ফাউন্ডেশনের আয়োজন করে।

দেশের স্বনামধন্য ৬ টি ব্যান্ড দল অংশ নেয় এই আয়োজনে। দলগুলো হলো নেবুলাইজার, টিএসএফ, সোনার বাংলা সার্কাস, জেনারেটর, শীর্ষবিন্দু ও দ্যা রুইন্স।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের আহবায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সদস্য সচিব রোহিত নাথ।

এদিকে বৃষ্টি বিঘ্নিত ও কর্দমাক্ত ময়দানে হাজারো তরুণ উপভোগ করে এই ব্যাণ্ড সংগীত। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অসময়ের বাদলের অঝোর ধারায় সকল আয়োজনে ঘটে চরম বিঘ্ন। তার মাঝেও তারুণ্য নির্ভর ইহ্যাভ ফাউন্ডেশনের সকল কর্মকর্তা আর কর্মীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত অনুষ্ঠান সফল হয়।

Share.
Exit mobile version