বাংলার ভোর প্রতিবেদক

বিশ্ববরেণ্য শিল্পী এস.এম. সুলতান জন্মশতবর্ষ উপলক্ষে যশোর চারূপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট গ্রাফিতি অঙ্কন উন্মোচন, শিল্পী সুলতান স্মরণে ৪৫ শিল্পীর আঁকা শিল্পকর্ম নিয়ে চারুপীঠ আর্ট গ্যালারিতে প্রদর্শনী ।

শুক্রবার সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। বক্তব্য রাখেন শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পী বলদেব অধিকারী, ভাস্কর মাহবুব জামাল শামিম, পটুয়া নিখিল চন্দ্র, এফ.এম. মনিরুজ্জামান শিপু, সান্তনা শাহরিণ, সুভাষ বিশ্বাস, অনাদি বৈরাগী, তন্দ্রা মুখার্জী ও ধর্মদাস মল্লিক। এছাড়া সকালে এই উৎসবে অংশ গ্রহণকারি শিশু আঁকিয়েদের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলো ক-বিভাগে প্রথম মাহভিন আহসান আসমানী, দ্বিতীয়  সারা জান্নাতি আনছা, তৃতীয় দুইজন মৃন্ময় কামাল ও আদিয়ান আল ওয়াজেদ। খ-বিভাগে প্রথম উমায়ের আসকার, দ্বিতীয় আমেনা জান্নাতী মানহা, তৃতীয়-আরাফ আইয়ান। গ-বিভাগে প্রথম জুনাইরা আক্তার, দ্বিতীয় নুর-এ-আয়েশা আয়াত এবং তৃতীয় শেখ-নুসাইবাহ নূরাঈন তুলতুল । ঘ বিভাগে প্রথম সস্তিকা সাহা, দ্বিতীয় দুইজন দেবর্ষী চন্দ্র ও সারদা সাহা এবং তুতীয় দুইজন জাইফ রাফসান রহামান রাজ্য ও ইল্ল্যিউনা ফারুক সারা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version