বাংলার ভোর প্রতিবেদক
‘শৈল্পিক আবহে নান্দনিক জীবনচর্চায় আমরা ব্রতী’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আর্টক্যাম্প, সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নান্দিকের দুই দিনের আয়োজন ‘চারুসঙ্গ ২৪।

সোমবার সন্ধ্যায় জমকালো এবং ব্যতিক্রমী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নান্দিকের সহ সভাপতি মফিজুর রহমান রুনু। অনুষ্ঠানে নান্দিকের নান্দনিক ভাবনা ও কর্মের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি ও সম্মাননা প্রাপ্ত গুণীজন কবি উপস্থাপক ও আবৃত্তি শিল্পী মসিউদ্দিন খান (পূর্ণ পাত্র), সুরকার ও সঙ্গীত পরিচালক তমাল হাসান এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী অরুপ বিশ্বাস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নান্দিকের স্বপ্নদ্রষ্টা কৃষি গৌতম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ সদস্য শিপন চৌধুরী।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version