বাংলার ভোর প্রতিবেদক
জয়তী সোসাইটি পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাথরুম ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।

জানা গেছে, যশোর শহরের ঢাকা রোড বাবলাতলা কাজীপাড়া এলাকায় অবস্থিত জয়তী সোসাইটি পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য যশোর হাউজিং এস্টেট এলাকায় নির্মিত বাথরুম বাড়ি বানানোর নামে ভেঙে ফেলার চেষ্টা করেছেন ইসমাইল হোসেন শিশির নামে হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এক কর্মচারী। শুক্রবার সকালে বিদ্যালয়ের সাথে অবস্থিত বাথরুমটি ভেঙ্গে ফেলার চেষ্টা করেন ওই কর্মচারী। পরবর্তীতে স্কুল কমিটির জরুরি সভা শেষে স্কুল কমিটি ও স্থানীয় সচেতন মহল এ ঘটনার বিপক্ষে অবস্থান নিলে তাদের বাঁধার মুখে বাথরুমটি ভাঙ্গতে ব্যর্থ হন তিনি।

এ ঘটনায় কাজী পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলোরেখা বেগম বলেন, স্কুলটি অনেক পুরানো। ১৯৮০ সাল থেকে এটি চালু রয়েছে। এখানে ১ জন শিক্ষক ২০ জন ছাত্র ছাত্রী নিয়মিত পড়াশোনা করে। কাউকে কিছু না বলে শিশির নামের এক ব্যক্তি স্কুলের বাথরুম ভেঙ্গে রাস্তা তৈরির চেষ্টা করে। এ বিষয়ে আমরা ম্যানেজিং কমিটি জরুরি সভা করেছি। আমরা স্কুলের পক্ষে দ্রুত মানববন্ধন করবো এবং প্রশাসনের কাছে স্মারকলিপি দেব।

এ বিষয়ে ইসমাইল হোসেন শিশির বলেন, জমিটি তিনি সম্প্রতি কিনেছেন। এখানে আমার ও আমার স্ত্রীর দুটি প্লট রয়েছে। যার পরিমাণ ১০ শতক ১১ পয়েন্ট। আমাদের জমিতে নির্মাণ কাজ চলছে। স্কুলের বাথরুম আমাদের রাস্তার উপর নির্মাণ করা সে কারণে বাথরুমটি অপসারণ না করলে নির্মাণ কাজ ব্যহত হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version