বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে যশোরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার দুপুরে শহরের রেলগেটস্থ মডেল মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বরে যেয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও আইন-শৃংখলা বাহিনী গণহত্যাকারীদের গ্রেফতার করেনি। তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাচ্ছে। দেশে যেন আর কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান নেতৃবৃন্দ। একই সাথে এদেশে আর কোন স্বৈরাচারের স্থান হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার তানভির আহমেদ, যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহীম, সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version