ঝিকরগাছা সংবাদদাতা
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা পৌরসভার কাটাখাল কলোনী পাড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন এলাকার ডিপজল ওরফে জহির (৩০)। তবে তার পিতার নাম জানা যায়নি। গাড়ি চালানোর পরিচয় সূত্রে অসুস্থ অবস্থায় তিনি গত চার দিন আব্দুল আলীমের বাড়িতে ছিলেন।
শনিবার দুপুরে কাটাখাল কলোনি পাড়ার আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া আব্দুল আলিম (৪৫) জানান, ঢাকায় ড্রাইভারি করার পরিচয় সূত্রে তিনি আমার কাছে ১৯ আগস্ট অসুস্থ অবস্থায় বেড়াতে আসেন। এবং শনিবার সকালে তিনি মারা যান। তার নাম ছাড়া আর কোন পরিচয় জানা নেই।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া জানান, তার ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড পাওয়া যায়নি। তার কাছে থাকা মোবাইলের সিম কার্ড অন্য জনের। তবে তার মোবাইল ফোনের মাধ্যমে জানা যায় তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা এলাকায়। মরদেহটি যশোর আড়াইশ’ শয্যা হাসপাতলে পোস্টমর্টেমের পর আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে যদি তার আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায় তাহলে তাদের হাতে হস্তান্তর করা হবে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
##
শিরোনাম:
- উর্ধ্বমুখি আলুর বাজারে নামছে সবজি ও মাছের দাম
- যশোরে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স মাদরাসার সদস্য সম্মেলন ও খুতবা অনুষ্ঠিত
- ভূমিকম্পে কেঁপে ওঠে যশোরও, এত বড় ভূমিকম্প দেখেনি অনেকেই
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল : উপশহররের কোয়ার্টার নিশ্চিত জিতেছে ইছালী ও চাঁচড়া
- মণিরামপুরে ধানের শীষ প্রত্যাশী কামরুজ্জামান শাহীনের মোটরসাইকেল শোডাউন
- রাজশাহীতে ইয়াভ ফাউন্ডেশন ও সারভাইভাল পাথ’র সেমিনার অনুষ্ঠিত
- যশোরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
- ভৈরব নদে নৌকা বাইচ উপভোগ করলেন হাজারোও মানুষ

