বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় অপু দাস (২৫) নামে এক প্রতিবন্ধী ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার জোহরা মঞ্জিলের সামনে ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু দাস যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গেট সংলগ্ন ঋষিপাড়ার স্বপন দাসের ছেলে।
নিহতের ভাই তরুন দাস জানান, আমার ভাই শারীরিক প্রতিবন্ধী ছিল। তার দুই পায়ের হাঁটুর নিচ থেকে কাটা ছিল।

সে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার বেলা ১২ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল তার ভ্যানের পিছনে আঘাত করে। অপু দাস ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version