ঝিকরগাছা সংবাদদাতা
জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে খেলা শুরু হয়। খেলায় প্রথমে ব্যাট করে সরকারি এম.এল মডেল হাইস্কুল নির্ধারিত ওভারে ৪উইকেট হারিয়ে ৫০রান সংগ্রহ করে। জবাবে ৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯রান করে।

ফলে ১ রানে ঝিকরগাছা এম.এল মডেল হাইস্কুল জয় লাভ করে। খেলায় সর্বোচ্চ ২২রান করে সরকারি এম.এল মডেল হাইস্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।

Share.
Exit mobile version