বাংলার ভোর প্রতিবেদক
‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন এ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।

তিনি বলেন, সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে উন্নত রাষ্ট্র গঠন করা যায় সে বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের শক্তি ও মেধাকে যদি কাজে লাগানো যায় তাহলে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব।

জেলা প্রশাসক আরও বলেন, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়োতে হবে। দেশের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ জায়গা থেকে যদি সবাই তার দায়িত্ব পালন করেন তাহলে আমারা আরও এগিয়ে যাবো।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version