তালা সংবাদদাতা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ এবং সেনাবাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ শোনার পর তালা উপজেলায় জনগণ আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলার পাটকেলঘাটা তালা সদর ও খলিষখালী এলাকায় ঢুকে পড়ে। মিছিলের এই সুযোগকে কাজে লাগিয়ে একদল দুর্বৃত্ত উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলাসহ সংখ্যালঘু সম্প্রাদায়ের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ লুট করে নিয়ে যায়।

সোমবার সন্ধ্যার পর থেকে তালা, পাটকেলঘাটা ও খলিষখালীতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ খলিষখালী ইউপির সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের বাড়িতে ভাংচুর লুটপাটসহ অগ্নিসংযোগ করে।

এছাড়া পাটকেলঘাটা এলাকায় জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বাজিৎ সাধু, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, রুপায়ন হাজরা, কৃষকলীগ নেতা আব্দুর রহমান, খলিষখালী যুবলীগ নেতা, আব্দুল আল আমিন রনি, সংখ্যালঘু ব্যাবসায়ী স্বজল দে, সংবাদিক কিশোর কুমার, সাংবাদিক মফিজুল ইসলামসহ অনেকে বাড়িতে লুটপাট ও হামলা চালায়। এছাড়াও দুর্বৃত্তরা পাটকেলঘাটা বাজারের স্বর্ণপটিসহ ও সংখ্যালঘুদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী রুপায়ন হাজরা দেলোয়ার হোসেনসহ অনেকে জানান, সোমবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা বাজারে তাদের দোকানে ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা বাজারের সংখ্যালঘু ব্যবসায়ীদের স্বর্ণপটির কয়েকটি প্রতিষ্ঠানে লুটপাট চালায়।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, সন্ধ্যায় তার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে থাকা ভাড়াটিয়াদের ৬/৮ মোটরসাইকেল ভাংচুরসহ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, সন্ধ্যায় দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা করে, এ সময় তারা বাড়ির মালামাল লুট সহ বৃদ্ধা মাকে মারপিট ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পাটকেলঘাটা বাজারের ব্যাবসায়ী আব্দুর রব পলাশ জানান, তার দোকানে ২৫ লাখ টাকার টিসিবি পণ্য ছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে দোকান লুট করে চলে যায়।

খলিষখালী ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, পাটকেলঘাটা বাজারে বাড়িসহ শ্বশুরবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ি ভাংচুর মালামাল লুটসহ বাড়ির চারটি গরু নিয়ে চলে যায়।

খলিষখালী ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুলাহ আল আমিন রনি জানান, মঙ্গলবার সকালে কিছু দুর্বৃত্তরা বাজারে তার এজেন্ট ব্যাকিং কার্যালয়ে ভাংচুর চালায়। এ সময় তারা কম্পিউটার, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে। এছাড়া সোমবার রাতে ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধুর মুরাল, সংবাদিক কিশোর কুমার, মফিজুল ইসলামের বাড়িতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিয়ে তালা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তাদের(ওসি) সাথে কথা বললে, এব্যাপারে তারা কোন মন্তব্য করতে রাজি হন নি।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version