বাংলার ভোর প্রতিবেদক
অগ্রণী ব্যাংকের ২০২৫ সালের ব্যবসায়ী পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, ঋণ বিতরণ, ঋণ হ্রাস ও আদায় জোরদারকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যশোরের ঝুমঝুমপুর আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, সার্কেলাধীন জেলার সকল প্রধান শাখার প্রধান ও যশোরাঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণ করেন।

যশোর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক রোকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নূরুল হুদ।

এ সময় প্রধান বক্তারা খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণিকৃত ঋণের ক্রমবর্ধমান ধারা রোধ ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ কাক্সিক্ষত পর্যায়ে নামিয়ে আনার পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান, পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া অগ্রণী ব্যাংককে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিতে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version