কালিগঞ্জ সংবাদদাতা

কালিগঞ্জে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ৫৮ জনের মধ্যে কাব্যদত্ত (৫) নামের এক শিশুর মৃত্য হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার ছানাগাতী এলাকার উত্তম দত্তের একমাত্র ছেলে। ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য পিযুশ রায়। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটেছে।
ঘটনা জানতে পেরে সকল রোগীর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, ২১ জুন বিষ্ণুপুরের বানিয়াজাংলা বাসন্তিতলা পূজামন্ডপে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। পূর্ণিমার রাতে অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ, শিশুসহ ৩৮ জন। স্থানীয় গ্রাম্য ডাক্তার অলোক মন্ডল তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিলেও অসুস্থদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার সকালে সাতক্ষীরা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য কাব্যদত্তকে খুলনায় নেয়ার পথে মৃত্যু হয় তার। অপরদিকে গুরুতর অসুস্থ বিষ্ণুপুর গ্রামের কাব্যদত্তের মা তিথি দত্ত (২৩), দীপু সেন (৪২), সুব্রত দত্ত (৪২), অসীম দত্ত (৩২), রাম প্রসাদ (২০), রত্না দত্ত (৩৬), সেরসী দত্ত, রাহুল দত্ত (১৭), রিপন বিশ্বাস (২০), তপন বিশ্বাস (৪৫), নিক্ত কর্মকার (৫০), পিন্পু দত্ত (৩৮)।

ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল্লাহ এ প্রতিনিধিকে বলেন বর্তমানে অসুস্থ ব্যক্তিদের পরিবারের বাড়িতে কেউ নেই, সকলেই হাসপাতালে। আক্রান্ত পরিবারে চলছে অজানা এক আতঙ্ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তারা আশঙ্কা মুক্ত। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হতে পারে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীরসহ চিকিৎসকদের নির্দেশ দেন।

Share.
Exit mobile version