বাংলার ভোর প্রতিবেদক

সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আগামী ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আদতে সর্বজনীন নয়। সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে একে সর্বজনীন বলার সুযোগ নেই। এজন্য জারি করা এই অন্যায্য ও বৈষম্যমূলক স্কিম অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে দীর্ঘ মেয়াদে আন্দোলন শুরু করবে শিক্ষক সমাজ।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ, সহসভাপতি অধ্যাপক নাজমুল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. শিরীন নিগার, অধ্যাপক ড. মুনিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version