বাংলার ভোর প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত এক পত্রে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ ৪ মাস (১২০ দিন) বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেয়া ওই চিঠিতে নির্বাচনের ৯০ দিন আগে ৩ সদস্যর নির্বাচন বোর্ড গঠন ও ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে যশোর চেম্বারের নির্বাচন।

জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ি ১২ জুলাই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন ভেস্তে যাওয়ায় ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্বপালন করছেন একজন প্রশাসক।

শহরের আরএন রোডের মোটরসাইকেল পার্টসের আমদানিকারক এজাজ উদ্দিন টিপু বলেন, যশোর চেম্বার অব কমার্স হলো আমাদের অভিভাবক। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। প্রশাসক বসিয়ে আগের সরকার চেম্বারকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান প্রশাসকের মেয়াদ ৪ মাস বাড়ার কারণে তিনি ওই সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক এসএম শাহিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমার মেয়াদ ৪ মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার আমি চিঠি পেয়েছি। এখন আর যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন করতে কোনো বাধা থাকল না। আশা করছি আগামী ৪ মাসের মধ্যে যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version