বাংলার ভোর প্রতিবেদক
ফ্রেন্ডস ক্লাব যশোরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে শত শত নারী পুরুষ অংশ নেন।

প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন যশোর জেলার ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সম্পাদক আকসার আহমেদ সিদ্দিকী শৈবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেকসাবেক ওয়ার্ড কমিশনার আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাজ্জাদুল হক কামাল, খলিলুর রহমান, ওলিয়ার রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রবিউল ইসলাম টিপু, রবিউল ইসলাম মিঠুন, আশরাফুল হোসেন, ইমরান হোসেন, সাকিল হোসেন, সাকিব হাসান প্রমুখ।

Share.
Exit mobile version