ঝিকরগাছা সংবাদদাতা
‘একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান পরিবেশ বাঁচান ও চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।’ এ দুই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণবিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবেশের বায়ু দূষণের হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি তোমরা কেউ বাল্যবিয়ের সাথে সংযুক্ত হও তাহলে তোমাদেরকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সংশোধনলায়ে পাঠানো হবে। বাল্যবিয়ে প্রতিরোধে তোমাদের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন তোমাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে উষার আলো সমাজ কল্যাণ সংস্থার পক্ষে গুণিজন হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন হিরা, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ সায়েদ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version