বাংলার ভোর প্রতিবেদক

শুক্রবার জয়তি হোটেল ও রেস্টুরেন্টে স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ভোরের সাথী যশোরের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামান রবির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রফিকুল ইসলাম আরজু, শহিদুল হক বাদল প্রমুখ।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান আইনজীবী সাবেক এমপি অ্যাড. কাজী মনিরুল হুদা, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বাংলার ভোরের সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলুসহ সংগঠনটির সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গগণের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়ার আগে হামদ-নাত পরিবেশন করেন আবুল বাশার। দোয়া পরিচালনা করেন মাওলানা তৌহিদুর রহমান।
প্রায় দুইশ রোজাদারের উপস্থিতিতে ইফতার মহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version