মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ফতাইপুর গ্রামে দ্রুতগতির বাস চাপায় শ্যালো ইঞ্জিন চালিত বুলবুল হোসেন (৪২) নামে এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ ৫ জন।
গতকাল বেলা ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন এসবি পরিবহনের হেলপার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের নাহিদ ইসলাম (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আবু বক্কর (২০), গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকার তৈয়বুর রহমান (৮), মালশাদহ গ্রামের পল্লব হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এসবি পরিবহনের একটি বাস চেংগাড়া ফতাইপুর নামক স্থানে বিপরীতে দিক থেকে আসা খড়িবোঝাই একটি পাখিভ্যানকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ওই বাসটিও খাদে পড়ে যায়। এতে ভ্যানচালক বুলবুল হোসেনসহ ৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বাসযাত্রী পল্লব হোসেন বলেন, ‘বাস চালানোর সময় বাসের চালক গল্প করছিলেন। একপর্যায়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেন।’
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম:
- অভয়নগরে চেঙ্গুটিয়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন
- মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর
- যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির মিলনমেলা অনুষ্ঠিত
- জাসদের উদ্যোগে নারীনেত্রী নুরজাহানের স্মরণসভা
- বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি গঠন
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- স্থলপথে ভারত ভ্রমণে আয় ১৫০ কোটি টাকা

