বাংলার ভোর

যশোরে দুই মাসের ব্যবধানে পরপর দুইজন পুলিশ সুপার বদলির পরে এবার বদলি হলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

বরিশালে বদলী করা হলো যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইনকে। তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এখানে আসছেন পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।

গত বুধবার পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) শাহাজাদা মো. আসাদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে সারাদেশের ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭ জন সহকারী পুলিশ সুপার সমমর্যাদারসহ মোট ৪৩ কর্মকর্তাকে স্থানান্তর করা হয়েছে। বেলাল হোসাইন ২০২১ সালের শুরুতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version