বাংলার ভোর প্রতিবেদক

অস্ত্র মামলায় বেনাপোলে চিহ্নিত দুই অস্ত্রকারবারির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসাইন আদালতে এই চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইয়াসিন আলী ও রুবেল হোসেন ।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি শহিদুল ইসলাম গোপন সূত্রে জানতে পারেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিকিকিনির জন্য অবস্থান করছেন।

এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় পুটখালী বাজার থেকে ইয়াসিন আলী ও রুবেল হোসেনকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তাদের স্বীকারোক্তিতে ইয়াসিন আলীর বাড়ির গোয়ালঘরে থাকা পাটখড়ির নিচে লুকিয়ে রাখা ২টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন ডিএডি শহিদুল ইসলাম।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version