বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও র‌্যালি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জেনারেল মুহাম্মাদ শিব্বির আহমাদ ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সহিদুল ইসলাম গাজী, পৌর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আবুল বাশার, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version