বাংলার ভোর প্রতিবেদক
কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে যশোরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ও দুপুর যশোর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিল হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এমনকি মাসুম নামে এক কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত এক সদস্যকে ধরে নিয়ে গেছে তারা।

এ সময় আন্দোলনকারীরা জানান, প্রধানমন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদ জানানোর সাথে সব ধরনের কোটার সংস্কার চান। এ সময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়ায় পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলেও হুশিয়ারি দেন।