বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের কুখ্যাত নারী মাদক বিক্রেতা নাদিরা পারভীনকে (৪৮) গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। নাদিরা বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা সগীর হোসেনের স্ত্রী।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর চোপদারপাড়া থেকে নাদিরাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাদিরা কুখ্যাত মাদক বিক্রেতা একাধিক মামলার আসামি সগীর হোসেনের স্ত্রী। তারা দুইজনই চিহ্নিত গাঁজা বিক্রেতা। তারা দুইজনই একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকরাী বাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছেন। নাদিরার বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা আছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version