বাংলার ভোর প্রতিবেদক

চাকরি জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুই শতাধিক আনসার সদস্য মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার’ বলে স্লোগান দেন।

আন্দোলনরত আনসার সদসরা জানান, দীর্ঘদিন ধরে আনসার সদসরা বৈষম্যের শিকার। নামমাত্র অনিয়মিত বেতনে তারা মানবেতর জীবনযাপন করে আসছেন। এ অবস্থা থেকে উত্তরণে আনসার বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা কর্মবিরতির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version