বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্তি শৃংখলা কমিটির সভাপতি ও জামায়াত কর্মী আমিনুর সজল মুন্সী (৪২) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে ও স্থানীয় ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন।
জানা যায়, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন সজল। কমিটি গঠন করা নিয়ে তার প্রতিদ্বন্দ্বিরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্বজনেরা জানান, শহরের ধর্মতলা সার গোডাউনের সামনে আমিনুর সজলের স্যানিটারী দোকান রয়েছে। সোমবার মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
গাজির বাজার ব্যবসায়ী ও নিহতের ভাগ্নে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিলো। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিলো। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।’
যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সাথে তার পূর্ব বিরোধ ছিলো। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।’
উল্লেখ্য, আমিনুর সজল মুন্সীসহ গত এক মাসে যশোরে অন্তত ৯টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃংখলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতংক। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
শিরোনাম:
- ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
- গৌরবের বিজয়ের দিন আজ
- বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
- যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
- ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
- যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
- তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ

