বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর শাখার উদ্যোগে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চাঁচড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই-আগস্টের স্বাধীনতা স্বার্থক করতে হলে আমাদের অবশ্যই একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, প্রশান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কোনভাবেই এ দেশে আর কোন স্বৈরাচারকে, কোন তাবেদার, কোন ভোটচোরকে স্থান দেয়া হবে না। আমাদের দেশের ছাত্র-আপামর জনগণ সম্মিলিতভাবে স্বৈরাচার হটিয়ে দেশের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে। আমরা ঠিক সেই ভাবেই সবাই মিলে প্রাণের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবো। দেশপ্রেমিক জনগণ এ পবিত্র মাটিতে আল্লাহর কালেমার পতাকার বিজয় দেখতে চায়।

সমাবেশে পৌর দক্ষিণ সাংগঠনিক থানার আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু হাশেম রেজা, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস। আরোও বক্তব্য রাখেন পৌর দক্ষিণ থানার আমীর আশরাফুল আলম, পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম তাজিম, চাঁচড়া ইউনিয়ন জামায়েত ইসলামীর সেক্রেটারি ইমরান হোসেন, চাঁচড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমামুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের পৌর দক্ষিণ থানার সেক্রেটারি ইমরান হোসেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version