বাংলার ভোর প্রতিবেদক
গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে যশোর শহরের ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, শহরের মুজিব সড়কের পিস্ হসপিটাল, হরিনাথদত্ত লেনের নোভা মেডিকেল সেন্টার, শহরের দড়াটানা মোড়ের দড়াটানা হসপিটাল, জেল রোডের উত্তরা প্রাইভেট হাসপাতাল ও জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতাল।

গতকাল বেলা সাড়ে ১১ টায় মুজিব সড়কের পিস্ হসপিটালে গিয়ে কোনো ডিউটি ডাক্তার পায়নি স্বাস্থ্য বিভাগের টিম। এ জন্য তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ফাঁকা প্যাথলজি রিপোর্টে ডাক্তারের স্বাক্ষরসহ নানা অভিযোগে শহরের হরিনাথ দত্ত লেনের নোভা মেডিকেল সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সিভিল সার্জন ডা. পলাশ কুমার দাস।

শার্শায় বন্ধ তিন ক্লিনিক
যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে তিনটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল দুপুরে শার্শা উপজেলার নাভারণ হাসপাতাল এলাকায় স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করে এ সিদ্ধান্ত নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের কারণে বুরুজবাগান (প্রাঃ) জেনারেল হাসপাতাল, পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ক্লিনিকে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version