বাংলার ভোর প্রতিবেদক
পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সমে¥লন করেন ভুক্তভোগী তৌহিদুর রহমান ।

লিখিত বক্তব্যে তৌহিদুর রহমান জানান, তার দাদা বেলায়েত আলী যশোর সদর উপজেলার ৭৭ নম্বর চাঁচড়া মৌজায় ক্রয়কৃত জমির সিএস রেকর্ডভুক্ত মালিক ছিলেন। পরবর্তীতে কিছু জমি বিক্রি করা হলেও, বাকি জমি অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, সংশ্লিষ্ট ভূমি অফিসের তথ্য অনুযায়ী এখনও তাদের কিছু জমি অবশিষ্ট আছে। জরিপের সময় তারা উপস্থিত না থাকায় ২.২৫ শতক জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়েছে। যে জমি বর্তমানে আব্দুল ওহাব নামে এক ব্যক্তির দখলে আছে।

সংবাদ সম্মেলনে ওই মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমান জরিপ অনুযায়ী তাদের ৬৯.৩০ শতক জমি অন্যদের নামে রেকর্ডভুক্ত হয়েছে। যা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে তাদের অভিযোগ। তারা শান্তিপূর্ণ উপায়ে পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমানের মা গুলশান আরা বেগম, ভাই স্বজন উদ্দীন, তৌফিকুর রহমান, মেয়ে সাদিয়া সুলতানা প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version